উন্নয়ন মেলা ২০২৩ সেরা স্টল বালিয়াটি ইউনিয়ন পরিষদ
জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন ২০২৩ উপলক্ষে উন্নয়ন মেলায় সেরা স্টল হিসেবে বালিয়াটি ইউনিয়ন পরষদ নির্বাচিত হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪টার দিকে সাটুরিয়া উপজেলা হলরুমে সেরা স্টল হিসেবে বালিয়াটি ইউনিয়ন পরিষদ কে পুরুস্কার তোলে দেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো ও সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান।
জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন ২০২৩ উপলক্ষে উন্নয়ন মেলায় সরকারী হিসেবে ১৭ টি এবং ৯টি ইউনিয়ন পরিষদ অংশ গ্রহণ করে।
মেলায় স্বাজ্ব সজ্বায়, উপস্থিত সেবা ও উপস্থাপনায় বালিয়াটি ইউনিয়ন পরিষদ ও সাটুরিয়া উপজেলা কৃষি অফিস কে পৃথকভাবে বিজয়ী সেরা স্টল ঘোষনা করেন।
উল্লেখ্য এর আগে উপজেলা পর্যায়ে সকল মেলাতে ইউনিয়ন ডিজিটাল সেন্টার, উদ্যোক্তা কিংবা ইউনিয়ন পরিষদ ক্যাটাগরিতে টানা চ্যাম্পিয়ান হয়েছে এ প্রতিষ্ঠান ও উদ্যোক্তা হাসান ফয়জী।
তাছাড়া মানিকগঞ্জ জেলার মেলাগুলিতে ৬৫ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৪ বার শ্রেষ্ঠ উদ্যোক্তা নির্বাচিত হয়েছে।
এসময় বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস