Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বালিয়াটি ইউডিসির মহিলা উদ্যোক্তাে রোকসানা আক্তারের চুক্তিপত্র বাতিল করণ প্রসঙ্গে।
বিস্তারিত

বালিয়াটি ইউডিসির মহিলা উদ্যোক্তাে রোকসানা আক্তারের চুক্তিপত্রটি ৩১-১০-২০২৩ তারিখে বাতিল করা হয়েছে। বিস্তারিত জিপিজি আকারে তুলে ধরা হয়েছে।



বিষয় ঃ বালিয়াটি ইউনিয়নের মহিলা উদ্যোক্ত জনাব রোকসানা আক্তার এর চুক্তিপত্র বাতিল করণ প্রসঙ্গে।  

সূত্রঃ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের স্মারক নং ০৫.৩০.৫৬৭০.০০০.০৫.০১৬.২৩-৭৯৩, ২৬.১০.২০২৩ খ্রিঃ

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ১০,০০০/-(দশ হাজার) টাকা নিয়ে জন্ম নিবন্ধন করিয়েছেন মর্মে আপনার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সাটুরিয়া, মানিকগঞ্জ-এ একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এছাড়া অধিক টাকা পয়সা নিয়ে আপনি জন্ম নিবন্ধন করান এ বিষয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় আপনার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার, সাটুরিয়া, মানিকগঞ্জ একজন অফিসারকে দিয়ে তদন্ত করিয়ে অভিযোগের সত্যতা পান এবং নি¤œস্বাক্ষরকারীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করেন। এমতাবস্থায় আপনি জনাব রোকসানা আক্তারকে দিয়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কার্যক্রম পরিচালনা করলে ইউনিয়ন পরিষদসহ রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণœ হবে এবং জনঅসন্তুষ্টি তৈরি হবে। জনস্বার্থে এবং রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এবং বালিয়াটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সুনাম অক্ষুণœ রাখার স্বার্থে ২২.০২.২০২৩ খ্রিঃ তারিখে বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জনাব রোকসানা আক্তার এর মধ্যে স্বাক্ষরিত চুক্তির ১৪ নং শর্ত অনুযায়ী বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জনাব রোকসানা আক্তার এর মধ্যে স্বাক্ষরিত চুক্তিপত্র বাতিল করা হলো। চুক্তিপত্র বাতিলের পত্র পাওয়ার ০৩(তিন) কার্যদিবসের মধ্যে আপনার হেফাজতে থাকা সরকারি যাবতীয় পাওনা বাবদ অর্থ সরকারি কোষাগারে জমাদান পূর্বক জমার স্লিপ, বিদ্যুৎ বিল পাওনা থাকলে বিদ্যুৎ বিল পরিশোধের কাগজ, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ফটোকপি মেশিনসহ যাবতীয় যন্ত্রাংশ অত্র কার্যালয়েল ইউপি সচিব এর নিকট জমা দেওয়ার জন্য বলা হলো। অন্যথায় আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


জনাব রোকসান আক্তার
উদ্যোক্তা
বালিয়াটি ইউনিয়ন ডিজিটাল সেন্টার
বালিয়াটি, সাটুরিয়া, মানিকগঞ্জ।

মীর সোহলে আহমদে চৗেধুরী
চয়োরম্যান
বালয়িাটি ইউনয়িন পরষিদ
সাটুরয়িা, মানকিগঞ্জ




অনুলিপিঃ সদয় অবগতির জন্য প্রেরণ করা হলো।

০১। জেলা প্রশাসক, মানিকগঞ্জ।
০২। উপপরিচালক, স্থানীয় সরকার, মানিকগঞ্জ।
০৩। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সাটুরিয়া, মানিকগঞ্জ।
০৪। উপজেলা নির্বাহী অফিসার, সাটুরিয়া, মানিকগঞ্জ।
০৫। সহকারী প্রোগ্রামার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, সাটুরিয়া, মানিকগঞ্জ।
০৬। ইউপি সচিব, বালিয়াটি ইউপি (পরিষদের ওয়েব সাইটে আপলোড করণের জন্য)।
০৭। অফিস কপি


ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
01/11/2023
আর্কাইভ তারিখ
30/09/2025