বালিয়াটী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রুহুল আমিন এবং সচিব মোঃ হানিফ আলী মহোদয় জনান, উক্ত বালিয়াটী ইউনিয়ন পরিষেদে কোন উল্লেখ যোগ্য মাজার নেই। তবে হাজিপুর একটি মাজার আছে, যেখানে বাৎসরিক ওরশ পালিত হয়।
তবে বালিয়াটী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য সাহেদ আলী জানান, তার ওয়ার্ডের বনমালি গ্রামে একটি মাজার আছে তবে সেটি ছোট, মূলত একটি পিস্বার কে কেন্দ্র করে এখানেও ওরশ অনুষ্ঠিত হয়ে থাকে।
বালিয়াটী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রুহুল আমিন আরো জানান, মূলত বালিয়াটী ই্উনিয়নে স্বনাম ধন্য কোন মাজার নেই। তবে আমি আমার ১২ জন ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যদের বলেছি, যদি কোন মাজারের তথ্য পাওয়া যায়, আমাকে জানানোর জন্য। আমি তালিকা প্রস্তুত করলে এ সাইডে সংগে সংগে আপলোড করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস