পূর্বে ধামরাই উপজেলার আমতা ইউনিয়ন, পশ্চিমে দিঘলীয়া ইউনিয়ন, উত্তরে ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়ন এবং দক্ষিনে সাটিুরিয়া ইউনিয়ন, সাটুরিয়া উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো বালিয়াটী ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ বালিয়াটী ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ৩ নং বালিয়াটী ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ০৮ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ২০,২৮৮ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ২৫ টি।
ঙ) মৌজার সংখ্যা – ১৮ টি।
চ) হাট/বাজার সংখ্যা -২ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৬১%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৫টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০১টি,
উচ্চ বিদ্যালয়ঃ ১টি,
দাখিল মাদ্রাসা- ১টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ আব্দুস সোবহান
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২৭ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – বালিয়াটী জমিদার বাড়ী।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০৮ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ২২/০৭/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ২৪/০৭/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৩/০৭/২০১৬ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
গর্জনা, বেলতলী, ভাঙ্গাবাড়ী, জগন্নাথপুর, বাগবাড়ী, শিমুলিয়া, জাজিরা, কড়াই, ব্রজনগর, মুন্সীরচর, চরভাটারা, ভাটারা, হাজিপুর, বাহ্রা, বনমালীপুর, অম্রপুর, হাজিপুর বাগান বাড়ী, হাতকোড়া, পূর্বকুষ্টিয়া, বালিয়াটী, গোপালনগর, রশিদপুর, চরপাড়া, খলিলাবাদ।
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩। ইউনিয়ন পরিষদ দফাদার- ০১
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
উদ্যোক্তা ২ জন।
পুরুষ: মোহাম্মদ হাসান ফয়জী।
মহিলা: রোখসানা আক্তার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস